শিক্ষার আলো ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বরিশাল সফরে বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের আগে তাদের মধ্যে কোনো বিভাজন ছিল না। তবে সফল অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্নে কিছুটা বিভাজন তৈরি হয়েছে। এর আগে একাত্তর ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও একই ঘটনা ঘটেছে। অভ্যুত্থানের পর বিভাজন চলে আসে। তবে এবার আন্দোলনকারী সবাইকে একযোগে জনসাধারণের কল্যাণে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। বিভাজিত হলে নতুন অর্জিত স্বাধীনতা ব্যর্থ হবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ (ঢাবি), সানজানা আফিফা অদিতি (ঢাবি), এম এ সাঈদ (ঢাবি), রাইয়ান ফেরদৌস (ঢাবি), সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ), হাসিবুল হোসেন শান্ত ( নর্থ সাউথ) , মোবাশ্বেরা করিম মিমি (এআইইউবি), শহিদুল ইসলাম শাহেদ (ববি), তৌহিদ আহমেদ আশিক (শেকৃবি) ও জিহাদ হোসাইন (ঢাকা কলেজ)।
এ সময় তারা দেশকে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা দেন।
আজ সোমবার বরিশাল সফরে দিনব্যাপী বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক। সকালে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানটির সমন্বয়কদের সঙ্গে এবং বিকেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়কদের সঙ্গে নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় করেন। এ ছাড়া গণআন্দোলনে হতাহত পরিবারের বাসায় গিয়ে খোঁজখবর নেন।
আরও পড়ুনঃ
ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং দাবী আদায়
এসব মতবিনিময় সভায় সমন্বয়করা জানান, শুধু শেখ হাসিনাই ফ্যাসিস্ট ছিলেন না। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও জায়গায় ফ্যাসিজম ছিল। এগুলো উপড়ে ফেলতে হবে। এখন শুধু স্বৈরাচারের পতন হয়েছে। তাই দায়িত্ব এখনই শেষ হয়ে যায়নি। রাষ্ট্র একক ব্যক্তির না হয়ে যেন সবার হয়, সেভাবে সংস্কার আনতে হবে।
বক্তারা আরও বলেন, আমরা তরুণ প্রজন্ম দেশকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজ মুক্ত করতে চাই। সীমান্তে গণহত্যা বন্ধে কাজ করতে চাই। অতীতের অভ্যুত্থানের লক্ষ্য থেকে বিচ্যুত করেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এ থেকে আমাদের সচেতন থাকতে হবে।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশের ছাত্রজনতা। এই অভ্যুত্থানের লক্ষ্য অতীতের মত বেহাত হতে দেব না। তাই দেশ সংস্কারে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নয়তো অভ্যুত্থানের মূল লক্ষ্য ঐক্যবদ্ধ জাতি গঠনে ব্যর্থ হব।
Discussion about this post