শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পাঠানো হয়েছে সরকারের কাছে। সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠায়। প্রস্তাবে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসি ও সমমানের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ যোগ করে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণ করার কথা বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, একটি প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি অনুমোদনের জন্য। প্রস্তাবটি পরিবর্তনও হতে পারে। প্রস্তাব অনুমোদন হলে আমরা বিষয়টি জানাবো।
প্রস্তাবে কীভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে বিষয়ে তিনি বলেন, ‘অনুমোদন না হওয়ার আগেই এ নিয়ে কথা বলা অনুচিত। প্রায় ১৫ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিভ্রান্ত হবেন। আমরা যেভাবে প্রস্তাব করেছি, সেটার চেয়ে ভালো কিছুর পরামর্শও সরকারের পক্ষ থেকে আসতে পারে। সেজন্য আমরা অপেক্ষা করছি। এখন এটা নিয়ে বিক্ষিপ্তভাবে তথ্য প্রচার হলে জটিলতা তৈরি হবে।’
এর আগে করোনাকালে পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছিল। এ ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরের গড় করে পরীক্ষার ফল দেওয়া হয়েছিল।
কোটা সংস্কার আন্দোলনে যেসব পরীক্ষা স্থগিত হয়েছিল সেসব পরীক্ষার ক্ষেত্রে জেএসসির বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ এবং এইচএসসির ৭৫ শতাংশ যোগ করে যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফল নির্ধারণ করার প্রস্তাবনা পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
Discussion about this post