শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেনে খুলনা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। তাঁর প্রাপ্ত নম্বর ৯০.৭৫।
দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সানজিদ সিরাজ।জানা গেছে, ভর্তি পরীক্ষায় সানজিদ সিরাজ পেয়েছেন নম্বর ৯০.৫। তিনি চট্টগ্রাম কলেজের এইচএসসি ২মেডিকেল ০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তৃতীয় স্থান অর্জন করেছেন যশোরের অভয়নগর উপজেলার শেখ তাসনিম ফেরদৌস।তিনি শেখ আব্দুল ওহাব মডেল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এর আগে আজ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীর নীতিমালার শর্তাঅনুযায়ী, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
পরীক্ষায় পাস নম্বর ৪০। পাসের হার ৪৫.৬২ শতাংশ।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬.৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩.১৩ শতাংশ।
Discussion about this post