নিজস্ব প্রতিবেদক
গত ৭ এপ্রিল সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হচ্ছে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০মে পর্যন্ত সংসদ টিভিতে ক্লাস চলে ।২১মে থেকে ৩০মে পর্যন্ত ঈদুল-ফিতর উপলক্ষ্যে সরকারী ছুটি থাকায় ক্লাস স্থগিত ছিল। আজ (৩০মে) শনিবার ৩১ মে ২০২০ তারিখ থেকে ৪জুন ২০২০ তারিখ পর্যন্ত সকাল ৯টা থেকে ১১টার সময়ে ক্লাস প্রচারের নতুন রুটিন প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬টি ক্লাস প্রচারিত হবে। প্রতিটি ক্লাস হবে ২০ মিনিটের।
উক্ত রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনের পাঠদান কর্মসূচী নিয়মিতভাবে দেখানোর এবং প্রদত্ত বাড়ির কাজগুলো বিষয়ভিত্তিক আলাদা আলাদা খাতায় শিক্ষার্থী কর্তৃক পর্যায়ক্রমে সম্পন্ন করে তারিখ অনুযায়ী সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সম্মানিত অভিভাবকবৃন্দকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সহায়তা নেয়া যাবে। উল্লেখ্য যে, সম্পাদিত বাড়ির কাজগুলো বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।
সম্মানিত পাঠকদের জন্য সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের রুটিন তুলে ধরা হল।
Discussion about this post