নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
চ্যাম্পিয়ন দলের সদস্য রা হলেন, শায়ান সাদিক ইসতি, খাদিজা শারমিন এবং তানভীর হোসাইন শান্ত। এদের মধ্যে শিয়ান সাদিক ইসতি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।
শায়ান সাদিক ইসতি অর্থনীতি বিভাগের ২০১৫-২০১৬ বছরের শিক্ষার্থী, খাদিজা শারমিন ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তিনি বঙ্গমাতা হলের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন। আর শান্ত ২০১৭-১৮ বর্ষের ছাত্র।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, দেশের শীর্ষস্থানীয় ৪৮টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা গৌরবের। আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ, বাংলাদেশ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যৌথ আয়োজনে বাংলাদেশের ৮বিভাগের ৮ টি বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোস্যাইটি ( ডিইউডিএস) এবং অন্যান্য বিভাগ থেকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় গুলো ছিলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
নক আউট পর্ব শেষে সেমিফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেমিফাইনালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোস্যাইটি কে হারিয়ে ৩-০ ব্যালটে ফাইনালে পৌঁছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোস্যাইটি।
ফাইনালে বিতর্ক অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোস্যাইটি ( DUDS) এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোস্যাইটি ( PUDS) এর মধ্যে।
8-০ ব্যালটে ফাইনালে চূড়ান্ত বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোস্যাইটি (DUDS)।
Discussion about this post