খেলাধূলা ডেস্ক
মাঠে আর নামতে হলো না। নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ লিগের শিরোপা জিতিয়ে দিলো ম্যানচেস্টার সিটিকে। ঘরের মাঠে ম্যানইউ ২-১ গোলে লিস্টার সিটির কাছে হেরে যাওয়ায় লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে সিটিজেনদের।
গত চার বছরে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করলো ম্যানচেস্টার সিটি। এবার দুই ম্যাচ বাকি থাকতেই পঞ্চমবারের মতো ইপিএল ঘরে তুলল পেপ গার্দিওলার দল।
অথচ এই শিরোপা জয়ের পথ কতই না কঠিন ছিল তাদের। প্রথম আট ম্যাচে পয়েন্ট ছিল মাত্র ১২, ২০০৮-০৯ মৌসুমের পর সবচেয়ে বাজে শুরু ছিল যে দলটির, সেই তারাই অপ্রতিরোধ্য হয়ে উঠে ছাড়িয়ে যায় সবাইকে। গত বছরের নভেম্বরে টটেনহামের কাছে হারের পর খেলা ২৭ ম্যাচের ২২টিতে জিতেছে গার্দিওলার দল। যার মধ্যে আছে টানা ১৫ ম্যাচ জেতার কীর্তি এবং রেকর্ড ছোঁয়া টানা ১১ অ্যাওয়ে জয়।
২০১৬ সালে ইতিহাদের হট সিটে বসার পর থেকে পেপ গার্দিওলার এটি অষ্টম বড় জয়। এছাড়া তার কোচিংয়ে ৯টি ঘরোয়া লিগ জিতেছে ম্যানেস্টার সিটি।
যে কারণে এবারের লিগ শিরোপা জেতাকে ‘সবচেয়ে কঠিন’ হিসেবে উল্লেখ করেছেন গার্দিওলা। শিরোপা নিশ্চিতের পর কাতালান কোচ বলেছেন, ‘এবারের মৌসুম ও প্রিমিয়ার লিগের শিরোপার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। এটা ছিল সবচেয়ে কঠিন। যেভাবে আমরা জিতেছি, মৌসুমটা সবসময় মনে থাকবে আমাদের। এখানকার ম্যানেজার ও এই খেলোয়াড়দের সঙ্গে পেয়ে আমি গর্বিত।’
Discussion about this post