শিক্ষার আলো ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয় কোনো টিউশন ফি ছাড়াই স্নাতক করার সুযোগ দিচ্ছে । বিভিন্ন কোটজেন বৃত্তির আওতায় বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।
গিলবার্ট এবং মার্সিয়া কোটজেন স্কলারস প্রোগ্রামের থেকে দেওয়া এই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন, রুম এবং বোর্ড এবং গবেষণা সহায়তা বাবদ অতিরিক্ত ৩ হাজার ডলার প্রদান করা হবে। বৃত্তির মেয়াদ চার বছর।
১৮৯৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে অবস্থিত।
সুযোগ-সুবিধা:
* টিউশন ফি।
* আবাসন ফি।
* গবেষণা ভাতা বাবদ প্রায় ৩ হাজার ডলার (প্রায় আড়াই লক্ষ টাকা) প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা ও করণীয়:
* এসিটি পরীক্ষায় কমপক্ষে ২৮ এবং এসএটি পরীক্ষায় ন্যূনতম ১৩০০ স্কোর তুলতে হবে।
* টোয়েফল স্কোর লাগবে।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলধারী হতে হবে।
* জমা দিতে হবে ৫০০ শব্দের একটি আনুষ্ঠানিক প্রবন্ধ।
* নির্ধারিত গবেষণা ভাতা কিসের উপর খরচ করবে তা ২৫০ শব্দের লিখে জানাতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।
Discussion about this post