নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাসমূহ শুরু হবে। সকল পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) দেয়া হয়েছে।
প্রসংগত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সকল পরীক্ষা স্থগিত করাতে পরীক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ নানা উপায়ে প্রতিবাদ করতে থাকে। সরব হয়ে ওঠে সোশাল মিডিয়ার প্লাটফরমগুলো! জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপে স্বস্তি নেমে এসেছে লাখো শিক্ষার্থীর মনে।
Discussion about this post