শিক্ষার আলো ডেস্ক
প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ এর ৪৯০ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে দিগন্ত সমাজকল্যাণ সমিতির আয়োজনে পাবনার সাঁথিয়া পৌরসভাধীন গাগড়াখালী উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন-দিগন্ত সমাজ কল্যাণ সমিতির পরিচালক শামসুন্নাহার মুক্তা, উপআনুষ্ঠানিক শিক্ষাব্যুরোর নির্বাহী পরিচালক এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সম্পাদক এমএ হাই, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ প্রমুখ।
জানা গেছে, এই প্রাথমিক বিদ্যালয়গুলো জেলার বাস্তবায়নকারী সহায়ক হিসাবে দিগন্ত সমাজকল্যাণ সমিতি কার্যক্রম পরিচালনা করবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
Discussion about this post