নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরুর সম্ভাবনা রয়েছে। এ নিয়ে গুচ্ছ কমিটি কাজ করছেন। তবে গুচ্ছের আবেদন ও ভর্তি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন গুচ্ছ কমিটি।
গুচ্ছ কমিটির সূত্র জানিয়েছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদনের ক্ষেত্রে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে প্রতি ইউনিটের জন্য পাঁচশ টাকার বিনিময়ে আবেদন করতে হবে। তবে আবেদন প্রক্রিয়া বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি গুচ্ছ কমিটি।
গুচ্ছ কমিটির সদস্য ও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘একজন ভর্তিচ্ছুকে ভর্তি পরীক্ষার আবেদনের মতো অনলাইনে প্রতিটি ইউনিটের জন্য পাঁচশ টাকা দিয়ে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া অতিদ্রুত জানিয়ে দেওয়া হবে। তবে বিভাগ পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
এদিকে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য মোট এক হাজার চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর আগে, ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়ে ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে এ প্রক্রিয়া। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬২৬ জন, ‘বি’ ইউনিটে ২১৮ জন এবং ‘সি’ ইউনিটে ২০৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
Discussion about this post