শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এযাবৎ ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন।
আবেদন ফি জমা দেওয়ার তারিখ এখনো একদিন বাকি থাকায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে এটি নিশ্চিত! এর আগে ২০২০-২১ শিক্ষাবর্ষে সর্বোচ্চ এক লাখ ৯৫ হাজার ৭৯২ শিক্ষার্থী আবেদন করেছিলো। সেই বিবেচনায় এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক পর্যায়ে সর্বেোচ্চ আবেদনের রেকর্ড বলে গণ্য হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম গণমাধ্যমকে জানান,
এবছর মোট ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। ভর্তি ফি জমা দিয়েছেন এক লাখ ৯৭ হাজার ৪৫৯ জন। রোববার রাত ১২টা পর্যন্ত ফি জমা দেওয়ার সময় রয়েছে। এরপর নিশ্চিত হওয়া যাবে আসনপ্রতি কতজন শিক্ষার্থী লড়াই করবেন।
তিনি আরও জানান, এবার ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৭৭ হাজার ৭৫৬ শিক্ষার্থী। ফি দিয়েছেন ৭৩ হাজার ৮১১ জন। অন্যদিকে ‘বি’ ইউনিটে ৫৬ হাজার ৭১০ শিক্ষার্থী আবেদন করে ফি দিয়েছেন ৫২ হাজার ৪০০ জন। ‘সি’ ইউনিটে ১৭ হাজার ৮৩২ শিক্ষার্থী আবেদন করেছেন এবং ফি দিয়েছেন ১৭ হাজার ১৫৯ জন। ডি’ ইউনিটে ৫২ হাজার ৪৮৮ শিক্ষার্থী আবেদন করে ফি দিয়েছেন ৪৮ হাজার ৪১৯ জন।
অন্যদিকে, বি-১ ইউনিটে আবেদন করেছেন ২ হাজার ৭৫৫ শিক্ষার্থী এবং ফি দিয়েছেন ১ হাজার ৩৫২ জন। সি-১ ইউনিটে ৮১১ জন আবেদন করে ফি দিয়েছেন ৫৮৮ জন। সি-২ ইউনিটে ২ হাজার ৫৭৯ জনে ১ হাজার ৯৩০ জন ফি জমা দিয়েছেন এবং ডি-১ ইউনিটে ৩ হাজার ৩৯৮ শিক্ষার্থী আবেদন করে ফি দিয়েছেন ১ হাজার ৮০০ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে। এতে আসন রয়েছে চার হাজার ৯২৬টি।
Discussion about this post