শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরীক্ষার আবেদনের সময় তিন ঘণ্টা পিছিয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টা থেকে আবেদন শুরুর কথা থাকলেও সাড়ে ৩টা থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের অনলাইন রেজিস্ট্রেশন ৪ জানুয়ারি, ২০২৪, বেলা ৩.৩০ মিনিট থেকে শুরু হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
আরও পড়ুন-জাবি ভর্তি পরীক্ষা আগামী ২২-২৯ ফেব্রুয়ারি
অনলাইনের মাধ্যমে আবেদন চলবে আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত ভর্তি আবেদন ফি দেওয়া যাবে। গত মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Discussion about this post