শিক্ষার আলো ডেস্ক
ফেলোশিপ প্রদানে আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। প্রতিষ্ঠানটি পিএইচডি গবেষণায় যোগ্য প্রার্থীদের ফেলোশিপ প্রদান করবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। নির্বাচিত ফেলোরা মাসিক ৪০ হাজার টাকা করে ভাতা পাবেন। এ ছাড়া অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন।
অন্যান্য সুযোগ-সুবিধা-
*রিসার্চ ফান্ড দেওয়া হবে;
*ভর্তি ফি, সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্সে অংশগ্রহণ, পাবলিকেশন চার্জ ও ডিস্যারটেশন গ্র্যান্ট বাকৃবি পিএইচডি ফেলোশিপ কেন্দ্রীয় তহবিল হতে প্রদান করা হবে;
আরো পড়ুন-আহত ও অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন সহায়তা দেবে সরকার,আবেদন শুরু
আবেদনের যোগ্যতা-
*বিএসসি (সম্মান)/ডিভিএমএমএস ডিগ্রি থাকতে হবে;
প্রার্থীর বয়স-
আবেদনপত্র দাখিলের শেষ তারিখে আবেদনকারীর বয়স অনুর্ধ্ব ৪৫ বছর হতে হবে;
ফরম সংগ্রহ যেভাবে-
নির্ধারিত ফরম উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়, রেজিস্ট্রারের শিক্ষাবিষয়ক শাখা থেকে অথবা, www.bau.edu.bd.casr থেকে সংগ্রহ করতে পারবেন;
আবেদন যেভাবে-
দরকারি কাগজপত্রসহ নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদনপত্র জমাদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে;
যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন –
কো-অর্ডিনেটর, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-২২০২ বরাবর আবেদনপত্র সরাসরি/ডাকযোগে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের একটি সফট কপি (Soft Copy) coordinator.casr@bau.edu.bd-তে ই-মেইলে পাঠাতে হবে;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
Discussion about this post