শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ সোমবার। বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা যায়, প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে প্রথম হয়েছেন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী শাফিন আহমেদ। আর স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সাফওয়ান শরীফ।
‘‘ক্লাস এইটে থাকাকালীন সময়ে অনেক গেমস খেলতাম। তখন আমি ভাবতাম, এসব গেমসের সফটওয়ারগুলো ডেভেলপ করে কীভাবে? আমি ভাবলাম, আমারও এগুলো নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। বলতে গেলে গেমসের আকর্ষণে কোডিং শুরু, সেখান থেকেই সিএসইতে পড়ার ইচ্ছা জন্মে আমার” বলেন, শাফিন।
উল্লেখ্য শাফিনের বাবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ঠগেরহাট গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী এবং মায়ের নাম শুকরিয়া পারভিন। তারা সপরিবারে ঢাকার উত্তরায় বসবাস করছেন। দুই ভাই ও এক বেনের মধ্যে শাফিন দ্বিতীয়। তার বড় ভাই সাইফ আহমেদ বুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে শাফিন ইতোমধ্যে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন।তিনি এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২৪৩তম স্থান অধিকার করেছেন। তবে বুয়েটেই ভর্তি হবেন বলে জানান শাফিন।
গত ১০ জুন প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য মডিউল-এ, প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এর জন্য মডিউল-বি দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম শিফটে সকাল ১০টা হতে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী ২৬ জুন।
এর আগে, গত ২০ মে দুই ধাপের ভর্তি পরীক্ষার বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত ১৮ হাজার ২২৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম পর্যন্ত দুই শিফটে (মডিউল-এ এবং মডিউল-বি) মোট ৬ হাজার ২২ জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। শনিবার এসব শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশ নেন।এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৬১৮ জন এবং মেয়ে শিক্ষার্থী ১ হাজার ৪০৪ জন।
Discussion about this post