শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করতে একমাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরো পড়ুন-মেডিকেলের ১ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ভর্তি পরীক্ষা চলাকালে বলেন, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে প্রায় একমাস সময় লাগবে। এমসিকিউ পরীক্ষার মুল্যায়ন করতে ৩-৪ দিন সময় লাগলেও লিখিত পরীক্ষার খাতা মুল্যায়ন করতে ৩-৪ সপ্তাহ লেগে যায়।
প্রশ্ন নিচে দেয়া হলো-
Discussion about this post