শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক( সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রম প্রথম পর্যায়ে ৫ জুন দুপুর ১২টা থেকে ৭ জুন রাত ১১টা ৫৯টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন।
আরও পড়ুন-ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শেষ ধাপের মনোনয়ন প্রকাশিত
এতে আরও বলা হয়, প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৬-৮ জুন সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তি ফি জমার রসিদ প্রদর্শনপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মূল নথির জন্য জমা দেওয়া রসিদ (আবেদনের কপি) সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। বিজ্ঞপ্তিতে এসএসসি/সমমানের ও এইচএসসি/সমমানের মূল নম্বরপত্র জমাদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।
Discussion about this post