শিক্ষার আলো ডেস্ক
গুরুতর আহত ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য চিকিৎসা অনুদানের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তিকের জন্য অনুদান আবেদন শুরু হয়েছে। ষষ্ঠ থেকে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা এককালীন ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত এ অনুদান পেতে পারেন।
এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা আজ রবিবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে প্রকাশিত হয়েছে। চিকিৎসা অনুদান পেতে চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আরো পড়ুন-আইইউবিএটি ‘ফুল ফ্রি স্কলারশিপ’ পাবে দেশের ৬৪ শিক্ষার্থী
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং, রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদনের শর্তসমূহ-
*চিকিৎসা গ্রহণের সময়কাল হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা ১ বছরের মধ্যে;
প্রয়োজনীয় কাগজপত্র-
*চিকিৎসাগ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট;
*ট্রাস্টের নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রদানকৃত প্রত্যয়নপত্র;
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন-
দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
Discussion about this post