নিজস্ব প্রতিবেদক
চলতি বছর শুধুমাত্র অনলাইনে ভার্চুয়াল লিখিত পরীক্ষার মাধ্যমে রাজধানীর স্বনামধন্য নটর ডেম কলেজে শিক্ষার্থী ভর্তি করা আছে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে এনে মৌখিক পরীক্ষা নেয়া হবে না। আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে কলেজে ভর্তির আবেদন শুরু হবে। আজ সোমবার (৩ আগস্ট) এসব তথ্য জানিয়ে কলেজ ভর্তির বিস্তারিত তথ্যসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, আগামী ৯ আগস্ট প্রথম প্রহর থেকেই নির্ধারিত ওয়েবসাইটে (http://www.mcampus-admission.online/ndc/) বা নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে (www.notredamecollege_dhaka.com) ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
চলতি বছর এ কলেজে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। বাংলা ও ইংরেজি মাধ্যমে চলতি বছর শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৭৮০ টি এবং ইংরেজি মাধ্যমে ৩০০টি আসনে, মানবিক বিভাগে ৪০০টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। জিপিএ-৫ নিয়ে বিজ্ঞান বিভাগে, জিপিএ-৪ নিয়ে ব্যবসায় শিক্ষা বিভাগে এবং জিপিএ-৩ দশমিক ৫ নিয়ে শিক্ষার্থীরা মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন।
পাঠকদের জন্য ভর্তির বিস্তারিত বিজ্ঞপ্তি তুলে ধরা হল।
Discussion about this post