এ বিষয়ে বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কোন বিশেষ কারণ ছাড়া শিক্ষার্থীদের নিশ্চায়ন বাতিল করা হয় না। করা হলেও সে বিষয়ে শিক্ষার্থীদের বোর্ডে জানাতে হবে। তবে, এক শ্রেণির অসাধু চক্র ভর্তি নিশ্চায়ন বাতিল করার বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দিচ্ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে আমরা বিজ্ঞপ্তি জারি করেছি।
বোর্ড থেকে বিষয়টিতে শিক্ষার্থীদের সতর্ক করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু প্রতারক ভর্তি নিশ্চায়ন বাতিলসহ নানা রকম বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণা করছে। শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ডের নির্ধারিত ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd ছাড়া অন্যকোন ভুয়া ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে কোন শিক্ষার্থী বা অভিভাবক প্রতারিত হলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সে দায় নেবে না।
Discussion about this post