ফিরোজ হোসাইন, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১২তম, ডি ইউনিটে ৩য় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলাম।
এই লেখাটি মূলতঃ মানবিক বিভাগের ও যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তখনই তৈরি হয়, যখন তুমি সময়কে নিজের প্রস্তুতিতে ব্যবহার করতে পারো আর ভর্তি পরীক্ষার সময়টুকুতে তোমার অর্জিত জ্ঞান ও পরিকল্পনাগুলোর বাস্তবায়ন ঘটাতে পারো।
যেভাবে বাংলার জন্য প্রস্তুতি নিয়েছিলামঃ
১। একাদশ-দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত গদ্য ও পদ্য গুলো ভাল করে পড়েছিলাম।
i. গদ্য যতগুলো ছিল সবগুলো লাইন বাই লাইন মুখস্থ করেছিলাম, সব গুলো গল্পের লেখক ও পাঠপরিচিত মুখস্থ করেছিলাম।
ii. কবিতা সবগুলো মুখস্থ করেছিলাম
কারণ কবিতার লাইন থেকে শূন্যস্থান পূরণের প্রশ্ন আসে।
এর ফলে ভর্তি পরীক্ষায় সাহিত্য থেকে যতগুলো প্রশ্ন এসেছিল সবগুলো সঠিক উত্তর করতে পেরেছিলাম।
২। বাংলা ব্যাকরণের জন্য ৯-১০ ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর স্যারের বই দুটো ভালো করে পড়েছিলাম
বিঃদ্রঃ বোর্ড বই ভালো করে পড়লে বাজারের অন্য কোন বই না পড়লেও ভালো করা যায়, এতে করে অতিরিক্ত মানসিক প্রেশার থেকে বাঁচা যায়।
ইংরেজির জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিলামঃ
১। একাদশ শ্রেণীর English For Today বইটি ভালো করে বাংলা অর্থ সহ সবগুলো Lessons পড়েছিলাম, এবং Poem গুলোর কবির নাম ও কবিতার প্রথম লাইন মুখস্থ করেছিলাম, সাথে Literary terms, যেমন metaphor, simile এগুলো ভালো করে আয়ত্ত করেছিলাম
এখানে থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন যে কয়টা এসেছিল সবগুলোর সঠিক উত্তর করতে পেরেছিলাম।
২। ইংরেজি গ্রামারের জন্য English for competitive exam বইটি পড়েছিলাম, এই বইটির সবচেয়ে ভালো দিক, প্রচুর প্রশ্ন থাকে প্রত্যেকটা অধ্যায়ের শেষ, যেগুলো প্রাক্টিসের জন্য খুব উপকারী ছিল।
আমি মুলতঃ Barron’s TOEFL এবং CLIFFS TOEFL এই দুইটা বই খুব ভালো করে পড়েছিলাম গ্রামারের জন্য।
i. Barron’s TOEFL এ গ্রামারের অংশে Problems দেওয়া থাকে ওগুলো ভালো করে পড়া, সাথে Excercise গুলো সলভ করা।
ii. CLIFFS TOEFL এর Rules গুলো পড়তাম আর সাথে Mini Test থাকতো সেগুলো দিতাম।
Vocabulary এর জন্য Saifur’s Students Vocabulary + Word Smart 1 & 2 টা পড়েছিলাম।
Appropriate preposition, group verb মুখস্থের বিষয়গুলো English for competitive exam বইটা থেকেই পড়েছিলাম।
সাধারণ জ্ঞানের প্রস্তুতি যেভাবে নিয়েছিলামঃ
যেহেতু মানবিক বিভাগের ছাত্র ছিলাম, আমার সাবজেক্টগুলো ভালো করে আয়ত্ত করেছিলাম, যেটা সত্যিই কাজে দিয়েছিল ভর্তি পরীক্ষায়।
আর বাজারের সবগুলো সাধারণ জ্ঞানের বই প্রায় আমি পড়েছিলাম, কারণ আমি কুইজ করতাম
তবে আমার কাছে MP3 বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, আজকের বিশ্ব, জুবায়ের’স জিকে বইগুলো ভালো লেগেছিল
বাজারের যেকোন একটা বই পড়তে পারো।
জাহিদ সোহেল ভাইয়ের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি উপর মানচিত্র খুব উপকারী সাধারণ জ্ঞান মাথায় রাখার জন্য।
সাম্প্রতিক বিষয়াবলীঃ
১। দৈনিক সংবাদপত্র (প্রথম আলো)
২। মাসিক কারেন্ট এ্যাফেয়ার্স
৩। ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ‘র জন্য খন্দকার’স GK
ভর্তি পরীক্ষার আসল প্রস্তুতিঃ
১। বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংকের ১০-৪০ তম এর বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করতে হবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে আসা প্রশ্ন সমাধান করতে হবে প্রশ্নব্যাংক থেকে।
৩। মডেল টেস্ট দেওয়া, বাজারের কোন মডেল টেস্টের বই কিনে এনে অনুশীলন করা বা কোন কোচিং এ মডেল টেস্ট দিতে থাকা
এতে আত্মবিশ্বাস বাড়বে।
পরিশেষে এটুকু বলতে চাই,
সুযোগ আপনাআপনি চলে আসে না, সুযোগ তৈরী করে নিতে হয়।সঠিক দিকনির্দেশনা ও সঠিক নিয়ম অনুসরণ করে পরিশ্রম করো। তুমি যত বেশি পরিশ্রম করবে, তুমি তত বেশি সফলতা লাভ করবে।চিরন্তন সত্য, পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা প্রতিদানে ফেরত দেয় না।
শুভকামনা রইল,যারা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চায়।
Firoz Hossain
Department of Economics,
University of Dhaka.
Discussion about this post