নিজস্ব প্রতিবেদক
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম নিয়ে কাজ শুরু হয়েছে।
এবারই প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে যাচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয়। এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষায় সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থী পাস করেছেন। তাদের মধ্যে মানবিক বিভাগ থেকে রয়েছেন প্রায় পাঁচ লাখ।
তবে তাদের মধ্য থেকে দুই লাখের মতো শিক্ষার্থী শেষ পর্যন্ত গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি, ওইসব ইউনিটে আবেদনের যোগ্য হবেন ৫০ হাজারের কিছু বেশি আলিম শিক্ষার্থী।
তবে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান।
এ বিষয়ে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে কীভাবে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া যায়, সে চেষ্টা আছে। গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা সীমিত। যেভাবে পরীক্ষা নেব আমরা, এতে হয়ত সব শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে না। আগের ভর্তি পরীক্ষায় দেখেছি, সাধারণত জিপিএ-৫ ছাড়া বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগও পায় না অনেক শিক্ষার্থী।’
ফলে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আগেই ‘অযোগ্য’ বিবেচিত হবেন।
এছাড়া, এবার ৯টি শিক্ষাবোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন দুই লাখ ৬৮ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীর সবাই। এর মধ্যে জিপিএ ৩-এর নিচে পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার ৫২৬ জন।
সংশ্লিষ্টরা জানান, ২০টি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন থেকে যাচাই-বাছাই করা নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকেই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার যে সুযোগের কথা বলা হচ্ছে, তাতে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের তেমন কোনো সমস্যা হবে না। অন্য দুই গুচ্ছ কৃষি ও প্রকৌশলের ৯টিতে ছাড়াও সব মিলিয়ে আরও ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন তারা। তাছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতেও ভর্তি পরীক্ষা দিতে পারবেন এসব শিক্ষার্থী।
অন্যদিকে, এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে দুই লাখ ৪৯ হাজার ৪৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ ৩-এর নিচে পেয়েছেন ৪২ হাজার ৬৫০ জন। সে হিসেবে এই ২০ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ইউনিটে প্রাথমিকভাবে ভর্তির আবেদন করতে পারবেন এবার পাস করা দুই লাখের মতো শিক্ষার্থী। এক্ষেত্রে প্রাথমিক বাছাইয়ে খুব অল্প সংখ্যাক শিক্ষার্থীই বাদ পড়বেন।
Discussion about this post