নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পরীক্ষার নীতিমালা ও আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৭ মার্চ থেকে শুরু হয়ে অনলাইনে প্রাথমিক আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। চূড়ান্ত আবেদন হবে ২৩ মার্চ থেকে ৩১ মার্চ। তবে ভর্তি পরীক্ষার দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।
জানা গেছে, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। তবে ভুল উত্তরের জন্য এবার নেগেটিভ মার্কিং থাকছে। যা অন্যান্যা বারে ছিল না। তাছাড়া এবার এসএসসি ও এইচএসসির জিপিএ এর নম্বরও যোগ হবে না।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে শুরু হওয়া ভর্তি সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেন প্রশাসন।
সভা শেষে উপাচার্য জানান, এবার উচ্চ মাধ্যমিকে পাশের হারের কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষার আবেদন সংখ্যা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার করা হয়েছে। তবে সেকেন্ড টাইমের সুযোগ থাকছে না।
এবারের ভর্তি পরীক্ষায় লিখিত থাকছে না উল্লেখ করে তিনি বলেন, ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় মূল্যায়ন করা হবে। যেখানে প্রশ্ন থাকবে ৮০টি। তাতে নেগেটিভ মার্ক থাকবে। তবে এবার থাকছে না কোন লিখিত প্রশ্ন। থাকবেনা জিপিএ নম্বরও।
ভর্তি পরীক্ষায় পূর্বের ন্যায় A, B এবং C মোট তিনটি ইউনিটে হবে। যেখানে ৪৫ হাজার করে মোট ১ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। যেটা পূর্বে প্রতি ইউনিটে ৩০ হাজার করে মোট ৯০ হাজার ছিল, এবার সেটা বৃদ্ধি করা হয়েছে, যোগ করেন তিনি।
Discussion about this post