নিজস্ব প্রতিবেদক
আগামী শুক্রবার (৫ মার্চ) মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে, রবিবার (২৮ ফেব্রুয়ারি) এমআইএসটি ওয়েরসাইটে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনকৃত ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এই (admission.mist.ac.bd) ওয়েরসাইটে গিয়ে সুযোগ পেয়েছে কিনা তা দেখতে পারবেন।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং বেলা ২টা থেকে বিকেলে চারপর পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের লিখিত টাইপের পরীক্ষা নেয়া হবে।
Discussion about this post