নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত দেশের সরকারি সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা বাড়ানো হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের তুলনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে আবেদনের জিপিএ-১.০০ বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সিন্ডিকেট সভা মিলনায়তনে কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় আবেদনের যোগ্যতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরকৃবি জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মজনু মিয়া। তিনি বলেন, এবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের যোগ্যতা কিছুটা বাড়ানো হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাসকৃত শিক্ষার্থীদের ন্যূনতম মোট জিপিএ-৮.০০ থাকতে হবে। এটি চতুর্থ বিষয় ছাড়াই পেতে হবে। যদিও ২০১৯-২০ শিক্ষাবর্ষে আবেদনের ন্যূনতম যোগ্যতা ৭.০০ ছিল।
তিনি আরও বলেন, একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.৫ পেতে হবে। আগামী ৩১ জুলাই বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post