কওমি মাদরাসায় শাওয়াল মাসে ছাত্রদের জন্য শুরু হয় নতুন শিক্ষা বর্ষ। মাদরাসার নিয়মানুসারে প্রতিবছর শাওয়াল মাসে ভর্তি শুরু হয়।
সাধারণ ৭ শাওয়াল থেকে ভর্তি শুরু হয়ে শেষ হয় ৯ শাওয়াল বা কোথাও কোথাও এক সপ্তাহ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।
দেশের উল্লেখযোগ্য কয়েকটি মাদরাসায় কবে থেকে ভর্তি শুরু এবং কয়দিন ভর্তি চলবে বিস্তারিত তুলে ধরা হলো।
উল্লেখ্য, প্রায় প্রতিটি মাদরাসায় এখন ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ/ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এগুলো সম্ভব হলে সঙ্গে রাখুন। মাদরাসার ফোন নম্বর দেয়া আছে। যোগাযোগও করতে পারেন।
ঢাকা
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মাদপুর
কিতাব বিভাগের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম কোটা পূরণ সাপেক্ষে ৮ শাওয়াল থেকে ৯ শাওয়াল পর্যন্ত চলবে।
পুরাতন ছাত্রদের ভর্তি ৮শাওয়াল। শুধুমাত্র একদিন।
নতুন ছাত্রদের দাখেলা পরীক্ষা প্রতিদিন সকাল ৭.৩০ থেকে দুপুর ১.০০ পর্যন্ত মৌখিকভাবে অনুষ্ঠিত হবে। বিকেল ৩.৩০ মিনিটে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে। তারপর ভর্তি কাজ সম্পন্ন করবে।
হিফজ ও মক্তবের নতুন ছাত্রদের ভর্তি কার্যক্রম ৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা পূরণ হওয়া পর্যন্ত চলবে।
ইফতা বিভাগের নতুন ছাত্রদের ভর্তি ৬ ও ৮ শাওয়ালের মধ্যে সম্পন্ন করতে হবে।
মোবাইল : +8801944717676
জামিয়া রাহমানিয়া আলী এন্ড নূর রিয়েল এস্টেট
৮ শাওয়াল থেকে ভর্তি ফরম বিতরণ, ওই দিন নাহবেমীর জামাত পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্রদের (মৌখিক) পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।
৮ শাওয়াল হেদায়াতুন্নাহু জামাত থেকে তাখাসসুস পর্যন্ত ভর্তি ইচ্ছুকদের মৌখিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষায় উত্তীর্ন ছাত্রদের ৯ শাওয়াল ফলাফল ঘোষণার পর ভর্তি নেওয়া হবে।
৯ শাওয়াল মক্তব, নাযেরা ও হিফজ বিভাগে ভর্তি ইচ্ছুক ছাত্রদের ভর্তি পরীক্ষা ও ভর্তি নেওয়া হবে।
ফোন: ৮১৮১৮৬, ০১৯৬১২২৮৫৫৭
জামিয়া শারইয়্যা মালিবাগ
সকল জামাতের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যই ৮ ও ৯ শাওয়াল পর্যন্ত ভর্তি ফরম বিতরণ, ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলবে।
৮ শাওয়াল সকাল ৮টার পর ফরম বিতরণ করা হবে। ফরম পাওয়ার পর পূরণ করে এক কপি ছবিসহ নায়েবে মুহতামিমমের স্বাক্ষর নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
এখানে ইফতা বিভাগে ভর্তির জন্য লিখিত ও মৌখিক উভয় পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার মধ্যে রয়েছে হেদায়া (কিতাবুল বুয়ু ও তালাক), নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ) বাংলা ও আরবি প্রবন্ধ। মৌখিক পরীক্ষার জন্য হেদায়া ফাতহুল কাদীরসহ যে কোনো কিতাব থেকে জিজ্ঞাসা। লিখিত পরীক্ষা ৩ জুলাই সোমবার বিকাল ২-৫টা। মৌখিক পরীক্ষার ৪ জুলাই সকাল ৮.৩০ মিনিট।
ফোন : ৯৩৩০২৭৯
জামিউল উলুম মিরপুর ১৪
পুরাতন ছাত্রদের ভর্তি ৮ শাওয়াল একদিন তবে কোটা থাকার শর্তে পরবর্তী ২য় দিনেও ভর্তি হতে পারবে।
নতুন ছাত্রদের ৮ শাওয়াল সকল জামাতের ভর্তি ইচ্ছুকদের ফরম বিতরণ করা হবে এবং ওই দিন সকাল ৭টা থেকে মাগরিব পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাদ এশা পরিক্ষায় উত্তীর্নদের ফলাফল ঘোষণা করা হবে।
বোর্ডিং ফি
এককালীন বোর্ডিং চার্জ ( যারা ফুল ফ্রি খাবে ) ১০০০/-
সাধারণ খানা ২ বেলা ও সকালে নাশতাঃ ১৫০০/-
বিশেষ খানা ২ বেলা ও সকালের নাশতাঃ ২০০০/-
ফোন : ৮০১৩৯৮৬
আকবর কমপ্লেক্স মাদরাসা
৬ শাওয়াল সকাল ৭টা থেকে ফরম বিতরণ করা হবে, সকাল ৮টায় সকল জামাতের ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা অনুষ্টিত হবে। পরের দিন ৬ শাওয়াল ফলাফল ঘোষণার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিতাব বিভাগের ভর্তি ৬-৮ শাওয়াল প্রতিদিন সকাল ৭টা থেকে আসর পর্যন্ত চলবে।
ফোন : ৮০১৮০৮৩
বাইতুল উলুম ঢালকানগর
৮ শাওয়াল ভর্তি সংক্রান্ত কার্যক্রম শুরু। এ দিনই শেষ হবে সব কার্যক্রম। এখানে যারা ভর্তি হওয়ার নিয়ত করছেন তারা ৭ শাওয়াল মাদরাসার আশেপাশে থাকলে ভালো হবে।
সোমবার ফজরের পর থেকে ১০ টা পর্যন্ত ফরম বিতরণ। প্রতি জামাতে ২৫জন করে ভর্তি নেয়া হবে। খুসূসী ও দাওরা জামাতে শুধু ৩০জন ভর্তি নেয়া হবে।
ভর্তি ফি ৩০০০। আবাসিক চার্জ ১০০০। খানা বাবদ ২০০০টাকা।
ভর্তি পরীক্ষার দিন অর্থাৎ ঈদের পরের শনিবার সকাল ১০টার ভিতর ফরম সংগ্রহ করতে হবে। ১০টার পর আর ফরম দেয়া হবে না। সাড়ে ১০টা থেকে (সব জামাতের) লিখিত পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যোহর বাদ শুধু তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
তাখাসসুসের জামাত গুলোতে হয়ত সামান্য ব্যতিক্রম হবে। ফলাফল প্রকাশের পরপরই ভর্তি হয়ে যেতে হবে।
ফোন : ৭৪৪২৬৪২
Discussion about this post