জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ
ভর্তি কার্যক্রমও শুরু হবে ৮ শাওয়াল থেকে। আর কোটা পূরণ সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে ৯ শাওয়াল পর্যন্ত।
এখানে ভর্তির জন্য ফজরের আগেই ফরম তোলার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ফজরের পরপর বা সকাল ৭ টা থেকৈ ৮টার মধ্যে ফরম পাওয়া যাবে।
জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী
ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে। কোটা পূরণ সাপেক্ষে চলবে ১ সপ্তাহ।
ইফতা ও উলুমুল হাদিসে মৌখিক ও লিখিত উভয় পরীক্ষা। এছাড়া বাকিগুলোতে শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেয়া হয়।
জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ
ভর্তি শুরু ৮ শাওয়াল সোমবার। কোটা পূরণ সাপেক্ষে চলবে ১ সপ্তাহ। সকাল ১০ টা থেকে আসর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।
ইফতায় ভর্তির জন্য লিখিত পরীক্ষা দিতে হবে। বুখারি আওয়াল ও হেদায়া আখেরাইন। বাকি সব জমাতের পরীক্ষা মৌখিক।
জামিয়া মাদানিয়া বারিধারা
ভর্তি শুরু ৮ শাওয়াল। চলবে ১১ শাওয়াল পর্যন্ত। সকাল ৯টা থেকে আসর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
ইফতা ও আদব বিভাগে লিখিত পরীক্ষা হবে। বাকিসব মৌখিক। ইফতার জন্য তিরমিজি ১ম ও হেদায়া ৩য়। আদব উপস্থিত যে কোনো বিষয়ে আরবি মাকালা।
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার
৮ শাওয়াল থেকে ভর্তি শুরু। কোটা পূরণ সাপেক্ষ ১ সপ্তাহ পর্যন্ত চলবে।
মৌখিক ও লিখিত উভয় পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। উভয় পরীক্ষার নম্বর সমন্বয় করে ভর্তি নেয়া হবে।
তাখাসসুসের ৪টি বিভাগ যথাক্রমে ইফতা, উলুমুল হাদিস, উলুমুল কুরআন ও আদব বিভাগে ৬টি বিষয়ে পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার বিষয় হলো, হাদিস ও উসুলুল হাদিস, ফিকাহ, উসুলুল ফিকা, লুগাহ (নাহু সরফ) ও ইনশা। ইফাত ও হাদিস বিভাগের পরীক্ষা এক প্রশ্নে হবে এবং আদব ও তাফসির বিভাগের পরীক্ষা আলাদা বিভাগে হবে।
মেশকাত ও দাওরায়ে হাদিসে শুধু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জামি’আ মাহমুদিয়া ইসলামিয়া
তুষারধারা আবাসিক এলাকায় অবস্থিত মাদরাসাটিতে নূরানি হিফজ খানা থেকে শুরু করে ইফতা ও আদবে পড়ার সুব্যবস্থা রয়েছে।
মাদরাসায় বিভাগগুলোর মধ্যে রয়েছে, নুরানী বিভাগ, হিফজ বিভাগ, কিতাব বিভাগ ( (মিশকাত পর্যন্ত)। এছাড়াও এখানে রয়েছে,
তাফসীর বিভাগ, ইফতা বিভাগ, আদব বিভাগ ও উলুমুল হাদিস বিভাগ।
তাখাসসাত এর সকল বিভাগ ১বছর মেয়াদী। ভর্তি শুরু: ৮ শাওয়াল থেকে
তাখাসসুসাত ও মিশকাতের দরস প্রদান করবেন দারুল উলুম দেওবন্দ, ভারতের সিনিয়র মুফতি, আল্লামা মুফতী ইউসুফ তাওলবী।
ঠিকানা: তুষারধারা আবাসিক এলাকা, জিরােপয়েন্ট, ঢাকা। ইকুরিয়া উত্তরপাড়া, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা (যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড যাওয়ার পথে সাজাম মার্কেট)।
সার্বিক যােগাযােগ : ০১৯১৯ ৬৮৪ ১৮৮
জামেয়া ইসলামিয়া ইসলামবাগ
৮ শাওয়াল ভর্তি শুরু হয়ে কোটা পূরন না হওইয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।
জামিয়া ইকরা বাংলাদেশ
ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে ১০ শাওয়াল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকে ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
ফোন : ০১৮১৫৫৫৫৩৫৮
জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ
৮ শাওয়াল থেকে শুরু হয়ে কোটা অবশিষ্ট থাকা পর্যন্ত ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার ভর্তি পরীক্ষা ও ভর্তি ১০শাওয়াল বুধবার।
ভর্তি ফরমের মূল্য ৩০০ টাকা। ভর্তি ফি ১০০০ টাকা। এককালীন প্রদেয় ২০০০ টাকা।
ফোন : ৮০১১১৬০
জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুর
৮ শাওয়াল পুরাতন ছাত্রদের ভর্তি একদিন। কোটা পূরণ সাপেক্ষে নতুন পরবর্তি ৩ দিন কোটা পূরণ হওয়া সাপেক্ষে ভর্তির অবকাশ থাকবে। ভর্তির সময় জন্মসনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
এখানে ফ্রি খানা জারি করতে এককালীন ১২০০ টাকা দিতে হবে। বোর্ডিং ফি: ১৫০০ (৩বেলা কিতাব বিভাগ)। হিফজ মক্তব ১০০০ (তিন বেলা)
মোবাইল: 01718738120
বায়তুন নূর সায়েদাবাদ
ভর্তি শুরু ৮ শাওয়াল পুরাতন ছাত্র। ৯ শাওয়াল নতুন ছাত্রদের প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকে ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। যোগাযোগ- 01914752116
চৌধুরীপাড়া মাদরাসা
ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে ১০ শাওয়াল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকে ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। যোগাযোগ- 01676531557
আফতাবনগর মাদরাসা
৮ শাওয়াল সকাল ৭টা থেকে ভর্তি শুরু হয়ে কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।
ফোন : ০১৭১২২২৩৯২৬
বাবুস সালাম (এয়ারপোর্ট)
৬ শাওয়াল থেকে ধারাবাহিক সাতদিন ভর্তি চলবে।
বায়তুস সালাম (উত্তরা)
৭ শাওয়াল পুরাতনদের ভর্তি। ৭ শাওয়াল নতুনদের ভর্তি পরীক্ষা হয়ে ৮ শাওয়াল ভর্তি।
যোগাযোগ- 01716028280, 0258952428
জামিয়া কারিমিয়া রামপুরা
৮ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ১৩ শাওয়াল পর্যন্ত।
পুরাতন শিক্ষার্থীরা ১১ শাওয়াল এবং নতুনরা ১৩ শাওয়াল পর্যন্ত ভর্তি হতে পারবেন।
মারকায যায়েদ বিন ছাবেত রা.
হযরতপুর, কেরাণীগঞ্জ,ঢাকা। ভর্তি শুরু : ৮-ই শাওয়াল। ক্লাস শুরু : ১৫-ই শাওয়াল। যে সকল বিভাগে ভর্তি হওয়া যাবে: ★আরবী ভাষা ও সাহিত্য (এক বছর) ★খুছুছী জামাত ( ১ বছরে নাহবেমীর পর্যন্ত ) ★হেদায়াতুন্নাহু জামাত ( আসন সংখ্যা সীমিত ) ★কাফিয়া জামাত ( আসন সংখ্যা সীমিত) ফোন : ০১৯১৩৫১৩০৭৩
জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম দক্ষিণ কাজলা, যাত্রাবাড়ী
ভর্তি শুরু ৮ শাওয়াল (সোমবার)। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে। ইফতা বিভাগ ১ বছর মেয়াদী। নুরুল আনোয়ার ও হেদায়া কিতাব মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয়া হবে।
নাজেরা ও হিফজসহ কিতাব বিভাগ রয়েছে মেশকাত জামাত পর্যন্ত।
ফোন: 01932752244
মাদরাসা আবু হুরায়রা রা. এতিমখানা
93/1/ বি, ডিষ্টিলাড়ী রোড, নামাপাড়া, গেন্ডারিয়া, ঢাকা- 1204
(বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার মুহাদ্দিস জনাব মুফতী খালিদ যামানী কর্তৃক পরিচালিত পরিকল্পিত সমন্বিত একটি প্রয়াস)
৮ শাওয়াল (২৩ জুন) শনিবার থেকে। ২২ শাওয়াল পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলবে। প্রয়োজনে: 01818603082,
Discussion about this post