দেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার সকল বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম আগামী ৩০ মে থেকে শুরু হবে। নির্দিষ্ট শর্ত মেনে সেখানে ভর্তি হতে পারবেন ছাত্ররা।
আল্-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম নামেও সুপরিচিত মাদ্রাসাটির মজলিসে এদারী ও মজলিসে ইলমির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) মাদ্রাসা কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
ভর্তিচ্ছুক ছাত্রদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের কিছু নির্দিষ্ট নিয়মাবলির কথা ও ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন ছাত্রদের ভর্তিচ্ছুদের জন্য জামিয়ার দেয়া শর্তগুলো হলো– পোষাক-পরিচ্ছদ, আচার-আচরণ, চাল-চলনে তালেবুল ইলমের মানসম্পন্ন হতে হবে; শরীয়া পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া; প্রচলিত রাজনৈতিক ও আরাজনৈতিক কোন সংগঠন ও আইন-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাো; জামিয়ার ক্লাস ও ছাত্রবাসসহ, ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার না করা; কোন ছাত্র কোন প্রকার সোস্যাল মিডিয়ায় পোষ্ট না দেওয়া (এটি শাস্তিযোগ্য অপরাধ); সর্বাবস্থায় মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থান করা;
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক জামাতে নির্দষ্ট কোটা তথা সংখ্যাভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। এসব ক্ষেত্রে মেধাবী ও আখলাকী ছাত্রদের প্রাধান্য দেয়া হবে।
এতে আরো বলা হয়, কোন প্রকার স্মার্টফোন পাওয়া গেলে জব্দ করা হবে। তবে সাধারণ ব্যবহারের মোবাইল ফোন (ফিচার ফোন) আছরের পর থেকে মাগরিব পর্যন্ত ব্যবহার করা যাবে।
এছাড়া পুরাতন ছাত্রদের ভর্তির শর্তগুলো হলো- বিগত বছরের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
ভর্তির জন্য তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে– চার কপি ছবি, এনআইডি কার্ড/জন্ম নিবন্ধন ফটোকপি ও মাদ্রাসার হুসনে আখলাকের (সচ্চরিত্র) সনদ দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে; মাদ্রাসার হোস্টেলে অবস্থানের জন্য বরদ্দকৃত সিটের রসিদ দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে।
নতুন ছাত্রদের জন্য প্রযোজ্য– উল্লেখিত শর্তসহ পূর্বের মুলহেকা মাদ্রাসা থেকে নম্বরপত্র, ছাড়পত্র ও সচ্চরিত্রের সনদ সংযুক্ত করতে হবে; গাইরে মুলহেক মাদ্রাসা থেকে ছাড়পত্র কিংবা গ্রহণযোগ্য কোন আলেম অথবা জামিয়া হাটহাজারীর কোন উস্তাদের তাসদিকনামার (প্রত্যয়নপত্র) মূলকপি দিতে হবে; জামিয়ার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Discussion about this post