শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘ক’ ইউনিটে পাসের হার ১০.৭৬ শতাংশ। আর পাশ করেছেন ১০ হাজার ১৬৫ জন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার ‘ক’ ইউনিটে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আসিফ করিম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী।
দ্বিতীয় হওয়া শিক্ষার্থী আসিফ চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পড়ালেখা শেষ করেন৷ ‘ক’ ইউনিটে তার ভর্তি পরীক্ষার স্কোর ৯২.৭৫ এবং তার মোট স্কোর হয়েছে১১২.৭৫। সে চট্টগ্রাম থেকে ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়।
Discussion about this post