শিক্ষার আলো ডেস্ক
সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র মেফতাউল আলম সিয়াম । তবে তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার ইচ্ছা। প্রকৌশলী হয়ে দেশের সেবা করতে চান তিনি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের অবসরপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মকর্তা খোরশেদ আলমের তিন ছেলের মধ্যে মেফতাউল আলম সিয়াম সবার বড়। অপর জমজ দুই ভাই মোবাশ্বির আলম সানি ও মুনজির আলম সামি বগুড়া জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
বাবা দেশের বিভিন্ন জেলায় কর্মরত থাকায় সিয়াম সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছেন। বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে এসএসসি পাস করেন। পঞ্চমের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেন। অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ ও জেনারেল বৃত্তি এবং এসএসসিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পান। এরপর সিয়াম বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। এখানেও তিনি মেধার স্বাক্ষর রাখেন। জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।
সিয়াম জানান, তিনি ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন। মেডিক্যাল কলেজে ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে প্রথম স্থান অধিকার করেছেন। তবে তিনি প্রকৌশলী হতে চান। বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গেছেন। বুয়েটে সুযোগ না হলে ঢাবির প্রকৌশল বিভাগে ভর্তি হবেন।
গতকাল বুধবার (৩ নভেম্বর) দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এই পরীক্ষায় সিয়াম ১২০ নম্বরের মধ্যে ১১৭.৭৫ নম্বর পেয়েছেন।
Discussion about this post