নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষ্যে কলা অনুষদভুক্ত ১৭টি বিভাগের নিয়মিত ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদেরকে দুইটি ক্যাটাগরিতে বৃত্তির জন্য বাছাই করা হবে। প্রথম ক্যাটাগরিতে হল মেধাবৃত্তি। এতে বৃত্তির পরিমাণ ৮ হাজার টাকা এবং বৃত্তির সংখ্যা মোট ১৭টি। আর সাধারণ বৃত্তি হলো দ্বিতীয় ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এতে বৃত্তির পরিমান ৫ হাজার টাকা এবং বৃত্তির সংখ্যা ১২০টি।
এই বৃত্তি পেত নিজ নিজ বিভাগীয় অফিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে কলা অনুষদ অফিসের সংরক্ষিত বাক্সে আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যেই জমা দিতে হবে। এরপর কোন আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, কিছু শর্তসাপেক্ষে এ বৃত্তির আবেদন করতে পারবেন ঢাবির কলা অনুষদের শিক্ষার্থীরা। এ শর্তগুলোর মধ্যে রয়েছে-
১) মেধাবৃত্তির ক্ষেত্রে প্রার্থীকে স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ থাকতে হবে। তবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে;
২) মেধাবৃত্তি কলা অনুষদের প্রত্যেকটি বিভাগে একটি করে মোট ১৭টি বৃত্তি প্রদান করা হবে;
৩) সকল বৃত্তির ক্ষেত্রে অনুষদের বৃত্তির নীতিমালা অনুসরণ করা হবে;
৪) ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২ এর জন্য পৃথক পৃথক আবেদনপত্র জমা দিতে হবে;
৫) একজন শিক্ষার্থীর দুটি বৃত্তির আবেদন করলেও কেবল একটি বৃত্তি পাবে;
৬) বৃত্তির আবেদনপত্রের ফটোকপি গ্রহণযোগ্য।
Discussion about this post