শিক্ষার আলো ডেস্ক
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটির) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হয়েছিলেন প্রথম। এর আগে মেডিকেলের ভর্তি পরীক্ষায় হন ৫৯তম। আর এবার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় হয়েছেন তিনি তৃতীয়।
বলা হচ্ছে বগুড়ার মেফতাহুল আলম সিয়ামের কথা। সিয়াম বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। করোনার মধ্যে গ্রামের বাড়িতে থেকেই ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করেছেন।
গতকাল বৃহস্পতিবার তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন সিয়াম।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে প্রথম হন সিয়াম। ১২০ নম্বরের মধ্যে ১১৭.৫ পান তিনি। সিয়ামের স্বপ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার। তবে সেখানে সুযোগ না পেলে ঢাবিতেই ভর্তি হবেন বলে জানান তিনি।
Discussion about this post