নিজস্ব প্রতিবেদক
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট, চুয়েট ও কুয়েট) নিয়ে গঠিত গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। ৫ ডিসেম্বর থেকে এই তিন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। এতে প্রথম পর্যায়ে ‘ক’ গ্রুপে মেধাক্রম ১ থেকে ৩০৮০ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে মেধাক্রম ১ থেকে ১০০ পর্যন্ত ভর্তিচ্ছু প্রার্থীদের ভর্তির জন্য নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। মেধাস্থান প্রাপ্ত সব প্রার্থীকে https://admissionckruet.ac.bd/ লিংকে প্রবেশ করে ‘Online Admission Form এ চাওয়া তথ্যপূরণ করতে হবে।
উল্লেখ্য, প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ বা লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। তিন বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ৩ হাজার ২০১টি আসন আছে। এর মধ্যে চুয়েটে ৯০১টি, কুয়েটে ১ হাজার ৬৫টি এবং রুয়েটে ১ হাজার ২৩৫টি আসন আছে। পরীক্ষায় সমন্বিতভাবে ‘ক’ গ্রু গ্রুপে মোট ২২ হাজার ৬১০ জন এবং ‘ঘ’ গ্রুপে মোট ৩ হাজার ৩৭ পরীক্ষার্থী অংশ নেয়।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষার ফল তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd/res.php) দেওয়া হয়েছে। এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় সম্মিলিতভাবে ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) গ্রুপ মেধাক্রম ১ থেকে ১৪৯৮৯ পর্যন্ত এবং ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) গ্রুপে মেধাক্রম ১ থেকে ১৬৫৬ পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হয়।
Discussion about this post