নিজস্ব প্রতিবেদক
চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধীনে অধ্যয়নরত স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)।
এর আগে গত ৯ জানুয়ারি বৃত্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাসরীন আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
উপবৃত্তির জন্য শিক্ষার্থীকে http://estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘নিবন্ধন’ ট্যাবে ক্লিক করে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করতে হবে।
সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও প্রবেশ করতে পারবেন।
সামগ্রিক প্রক্রিয়া শেষ করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে পাঠাতে করতে হবে।
Discussion about this post