শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী বিভাগের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠার জন্য ২৫ লাখ টাকার একটি চেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মাহবুব হাসান। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে মনোবিজ্ঞান বিভাগে প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ জিপিএ/সিজিপিএ প্রাপ্ত দু’জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং এমএস-এর তিনটি শাখার সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
এছাড়া, প্রতি তিন মাস অন্তর অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী মেমোরিয়াল লেকচার সিরিজ আয়োজন করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নাম করা পণ্ডিত ও গবেষকরা ওই সিরিজে বক্তব্য রাখবেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মাহবুব হাসান এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীরা গবেষণায় আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন।
Discussion about this post