নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে ‘ক’, ‘খ’, ‘গ’, ‘চ’ ইউনিটের সঙ্গে বাতিলের দাবি ওঠা ‘ঘ’ ইউনিট এবারও বহাল থাকছে। তবে আগামী শিক্ষাবর্ষে (২০২২-২৩) অনুষদভিত্তিক চারটি ইউনিটে দেশের সর্বোচ্চ এ বিদ্যাপিঠে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট। আর এর সঙ্গে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বদলে যাবে ইউনিটগুলোর নামও।
গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় হওয়া এসব সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল)। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি কমিটির সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, একাডেমিক কাউন্সিলে অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটির পরিবর্তে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে আগের মতোই পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নামও বদলে যাবে।
পুনর্গঠিত চারটি ইউনিট হলো—
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
২. বিজ্ঞান ইউনিট
৩. ব্যবসায় শিক্ষা ইউনি
৪. চারুকলা ইউনিট।
সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভাগ/ইউনিট পরিবর্তনের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া মানবিকের শিক্ষার্থীরা বিজ্ঞান বা বাণিজ্য বিষয়ে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার সঙ্গে গণিত/পরিসংখ্যান অথবা অর্থনীতি/হিসাববিজ্ঞান অথবা পূর্বশর্তযুক্ত যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্তটি অনুমোদন হয়েছে, তবে দ্বিমতসহ৷ দ্বিমত দিয়েছি আমিসহ সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকজন শিক্ষক। ইউনিটের গুরুত্ব যেখানে দিন দিন বাড়ছে, সেখানে একটি ইউনিট তুলে দেওয়া অযৌক্তিক৷ এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের কথা বলা হচ্ছে৷ এই সিদ্ধান্ত নিতে কোনো জরিপ বা জনমত যাচাই করা হয়নি৷
তবে সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন অধ্যাপক জিয়া রহমান ঘ ইউনিট বাতিলের বিষয়ে কোনো আপত্তি জানাননি৷
Discussion about this post