নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয়বারের মতো আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) স্নাতক প্রথম বর্ষে আগামী ২০ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ন্যায় এবার ২০২১-২২ শিক্ষাবর্ষেও ২টি বিভাগের প্রতিটিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
এদিকে, আগামী সোমবার (২৮ মার্চ) ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। দুপুর ১২টায় অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) অবেদন শুরু হয়ে চলবে আগামী আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তির তথ্য মতে, প্রাথমিক আবেদন শেষে আগামী ১৮ এপ্রিল ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ মে ঢাকাসহ ৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সর্বমোট ১০০ নম্বরের ১ ঘন্টা ৩০ মিনিটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) ও বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) বিষয়ে স্নাতক শ্রেণীতে ২টি বিষয়ের প্রতিটিতে ৩০ জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
প্রাথমিক আবেদন ফি
টেলিটক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত)। প্রদানের শেষ তারিখ ও সময় ১৩ এপ্রিল রাত ১২টা।
যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ
১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্যপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
যোগ্যপ্রার্থীদের ভর্তি
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্যপ্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে ১৮ থেকে ২৮ এপ্রিলের মধ্যে প্রেরণ করতে হবে।
তারিখ ভর্তি পরীক্ষার তারিখ
২০ মে সকাল ১০টা থেকে শুরু। ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং লালমনিরহাটসহ মোট ৪টি কেন্দ্রে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়। গতবার বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রছাত্রী ভর্তি করানো হয়। এটির স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপন করা হবে। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পাস পুরাতন ঢাকার বিমানবন্দর, তেজগাঁও হতে পরিচালনা করা হচ্ছে।
ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post