ক্যারিয়ার ডেস্ক
স্নাতক ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও মেডিকেল টেকনােলজি কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে অধ্যায়নরত প্রথম বর্ষের নিয়মিত ছাত্র-ছাত্রী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের শেষ সময় আগামী ৭ এপ্রিল। তবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরাসরি অথবা ডাকযােগে আবেদন পত্রের হার্ডকপি জমা দেয়া যাবে।
আবেদনের শর্তাবলী:
* আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও মেডিকেল টেকনােলজি কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে অধ্যায়নরত প্রথম বর্ষের নিয়মিত ছাত্র-ছাত্রী হতে হবে।
* এসএসসি/দাখিল অথবা এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ থাকতে হবে।
* বৃত্তির আবেদন পত্র অপূর্ণাঙ্গ বা যথাযথ না হলে বাতিল বলে গণ্য হবে।
* আবেদনপত্রের ‘লাল’ তারকা চিহ্নিত স্থান গুলাে অবশ্যই পুরন করতে হবে।
* বৃত্তি নবায়নের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ১৭ ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।
* ফরম সাবমিট করার আগে ভালাে করে সকল প্রকার তথ্য যাচাই করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর কোন প্রকার এডিট করার সুযােগ নেই।
* একজন আবেদনকারী একাধিক আবেদন করতে পারবেন না।
* বৃত্তি নবায়নের ক্ষেত্রে বর্তমানে অধ্যযেনরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক অধ্যয়ন সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর কপি ডাকযােগে ইবনে সিনা ট্রাস্ট এর ঠিকানায় পাঠাতে হবে।
* নতুন আবেদনকারী ও নবায়নকারী উভয়কে অনলাইন এর মাধ্যমে সাবমিট করা ফরম প্রিন্ট করে স্বাক্ষরসহ প্রযােজনীয় কাগজপত্রাদি ইবনে সিনা ট্রাস্টের ঠিকানায় ডাকযােগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা থেকে বিগত সকল পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি।
* প্রথম আবেদনকারীর ও নবায়ন উভয় ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র/সেমিসটারের ফলাফলের সত্যায়িত কপি।
* শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ পত্র (শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্যাডে হতে হবে)।
* যারা সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।
* পিতা বা অভিভাবকের আযের বিবরণ (স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হতে হবে)।
* আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
* পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
* আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্র।
* আবেদন কারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন পত্র।
* মুক্তিযােদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে, মুক্তিযােদ্ধা সনদের ফটোকপি।
* নতুন আবেদনকারীকে খামের উপর ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ এবং নবায়নের ক্ষেত্রে ‘শিক্ষাবৃত্তি নবায়ন’ লেখা বাধ্যতামূলক।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আগামী ৭ এপ্রিল বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক ক্লিক করুন এখানে।।
Discussion about this post