নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই প্রশ্নপত্র তৈরি করা হবে।
রোববার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার প্রধান এ এইচ এম আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১১ এপ্রিল ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এ বিষয়টি (সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্নপত্র) অনুমোদিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়- এইচএসসি ২০২১ পরীক্ষায় বোর্ড কর্তৃক যে পাঠ্যসূচি বা সিলেবাস অনুসরণ করা হয়েছে, তার আলোকেই ২০২১-২২ শিক্ষাবর্ষে রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র করা হবে।’
বিশ্ববিদ্যায় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। মোট নম্বর থাকবে ১০০। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান ১ দশমকি ২৫। এছাড়া পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষা পাস নম্বর ৪০।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষায় সম্মত হয়েছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আগেই সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও এভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে ২৫ মে। এ কার্যক্রম চলবে ৯ জুন পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা।
প্রাথমিক আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর বাছাইকৃত শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত আবেদন শুরু হবে ১৫ জুন। চলবে ২৮ জুন পর্যন্ত। চূড়ান্ত আবেদনের সময় সব ধরনের খরচসহ ১১০০ টাকা ফি পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের।
আগামী ২৫ জুলাই সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে গঠিত ‘সি’ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ভর্তিযুদ্ধ শুরু হবে। পরদিন ২৬ জুলাই মঙ্গলবার মানবিক অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে গঠিত ‘এ’(মানবিক) ইউনিটের ও শেষের দিন ২৭ জুলাই বুধবার বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post