রওনক জাহান তিথি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এই ইউনিটে সকল গ্রুপের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে।
.
Marks Distribution-
Bangla: 25
English: 25
GK : 15
IQ : 10
Math: 05
Departments- Economics, Law, Urban & Regional Planning, Public Administration, Geography & Environment, Government & Politics, Anthropology
এবার ল ফ্যাকাল্টিকে সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টির মধ্যে ইনক্লুড করায় সাবজেক্ট ওয়াইজ মার্ক্স ডিস্ট্রিবিউশনে আগের থেকে চেইঞ্জ এসেছে৷
বাংলাঃ
কোশ্চেন একদমই বেইসিক থেকে আসবে৷ বাংলা ১ম পত্র বইয়ের পাঠপরিচিতি আর কবিপরিচিতি গুলো পড়লেই কমন থাকবে৷ ব্যাকরণের জন্য ” বাংলা পার্বণ ” বইটা পড়া লাগবে৷ ঐ বইয়ের প্রতি চ্যাপ্টার শেষে যে এক্সারসাইজ দেয়া থাকে, ওগুলো ফলো করলে বাংলা ব্যকরণ পার্ট ডান।
ইংরেজি:
ইংলিশও একদম বেইসিক জিনিস৷ এই মোমেন্টে আলাদা করে কিছু পড়ার নেই। ” ছায়ামঞ্চ English ” বইটা পড়া থাকলে ইংরেজি নিয়ে প্যারা হবেনা৷ ইংলিশ সবকিছু গ্রামার থেকেই হয়, তাই ফার্স্ট পেপারের চাপ নেই৷ আর প্যাসেজ আকারে কোশ্চেন দিলেও তার আন্সার সব প্যাসেজের ভেতরই থাকবে৷
.জিকেঃ
বি ইউনিটের সবথেকে ট্রিকি পার্ট হচ্ছে জিকে। জিকে কঠিন আসেনা কিন্তু ট্রিকি আসে৷ যেমন ইকোনমিক্সের টপিক থেকে, জিওগ্রাফির টপিক থেকে, নগর ও অঞ্চল পরিকল্পনার (URP) টপিক থেকেই সব কোশ্চেন আসে। সাম্প্রতিক থেকে কোশ্চেন আসলেও তা সব সোশ্যাল সায়েন্স বা ইকনোমিক্স টপিকের আন্ডারেই হবে৷ যেমন রানিং বাজেট, ফিন্যান্স মিনিস্ট্রি বা ইকনোমিক্সের বেইসিক কিছু জিনিস, শাসন ব্যবস্থা, সরকার-রাজনীতি, আইন ব্যবস্থা, সামাজিক বিজ্ঞানের বেইসিক কোশ্চেন৷ জিকের জন্য ” জাহাঙ্গীরনগর স্পেশাল জিকে ” বইটা ভালো কাজে দিবে৷ এইটা একবার পড়লে সেইম টাইপের কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি আছে৷ তাছাড়া জিকে বই থেকে বেছে বেছে অর্থনীতি, জিওগ্রাফি, রাষ্ট্র, সমাজব্যবস্থা এসব টপিক দেখে গেলেও অনেক কাজে দিবে৷ এর পাশাপাশি রিসেন্ট জিকে সম্পর্কে আজডিয়া থাকতে হবে। অর্থনীতি ও আইন বিষয়ক রিসেন্ট জিকে গুলো অবশ্যই দেখে যেতে হবে৷
.
ম্যাথঃ
” ছায়ামঞ্চ General Math ” বইটা সলভ করা থাকলে দুনিয়ার ইজি জিনিস এইটা৷ ৫ এ ৫ তোলা কোনো ব্যাপার নাহ৷ শুধু মাথাটা ঠান্ডা রাখা লাগবে৷ যদি ” ছায়ামঞ্চ General math ” বই সলভ করা না থাকে, তবে এমনিতে জাবির পূর্বের কোশ্চেন ব্যাংক ” ছায়ামঞ্চ জাবি B UNIT ভর্তি সহায়িকা ” সলভ করলে উপকার পাওয়া যাবে৷ কারণ ৫ নম্বরের পুরোটাই জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন হবে। তবে ” ছায়ামঞ্চ General math ” বইটা ফলো করলে বেস্ট ফলাফল পাবা।
.
আইকিউঃ
আইকিউ পার্ট এবার জিকের ভেতর ঢোকানো হয়েছে। সে হিসেবে আইকিউতে কমপক্ষে ১০ মার্ক্স বরাদ্দ থাকবে । আইকিউ এর জন্য আইকিউ সামিট বইটা কিনে সলভ করলে এনাফ৷
.
ট্রাই করা লাগবে ম্যাথ আর জিকে পার্ট মিলে যে ৩০ মার্ক্স, এটায় যেন মোটামুটি ২৫ কনফার্ম আন্সার করা যায়৷
.
বিগত বছরের প্রশ্ন সলভ করবা ” ছায়ামঞ্চ জাবি B UNIT ভর্তি সহায়িকা ” থেকে। এক বইয়েই প্রশ্নব্যাংক + সাজেশন + মডেল টেস্ট + বিগত ১১ বছরের প্রশ্ন বিশ্লেষণ!
.
conditions:
১। ADMISSION টেস্ট ৮০ নম্বরের এবং সময় ৫৫ মিনিট৷
২। বি ইউনিটে আইন বিষয়ের জন্য বাংলা ও ইংলিশ উভয় পার্টে ১৫ নম্বর করে পাওয়া লাগবে৷
৩৷ পাশ নম্বর ২৬.৪
৪৷ এইচএসসি ২০২১ এর রিফর্মড সিলেবাসে এডমিশন টেস্ট হবে৷ অর্থাৎ শর্ট সিলেবাসে পরীক্ষা হবে৷
এজন্য ফলো করতে পারো ” ছায়ামঞ্চ শর্ট সিলেবাস সামিট ” বইটি৷
সবশেষে যা কিছু মনে রাখা উচিৎঃ
১। প্রিপারেশনের সাথে হাল্কা ট্রিক্স এড করা লাগবে। ট্রিক্স বলতে টাইম ম্যানেজমেন্ট। যেমন, সবার আগে ম্যাথে আর আইকিউ সলভ করা৷ এরপর জিকে, ইংলিশ, সবার শেষে বাংলা৷
২৷ ম্যাথ আইকিউ মিলে ৩০ মিনিট, জিকে ১৫ মিনিট, বাংলা ৭ মিনিট, ইংলিশ ৮ মিনিটে কাভার করার ট্রাই করা লাগবে৷
৩৷ যখন ফার্স্ট ৩০ মার্ক্স ইজিলি পেয়ে যাবা, তখন অটো কনফিডেন্স গেইন করা যাবে৷
৪। চোখের দেখায় বি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন একটু ডিফ্রেন্ট লাগতে পারে৷ কিন্তু আসলে তা না। বরং জিনিসটা একটু ঘুরায়ে ঐ বেইসিক জিনিসই আসে৷
৫। অবশ্যই অবশ্যই B ইউনিটের আগের বছরের বা যত বছরের পারা যায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যাওয়া লাগবে৷ ” ছায়ামঞ্চ জাবি B UNIT ভর্তি সহায়িকা ” থেকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা।
৬। এডমিশন টেস্ট দিতে ক্যাম্পাসে এসে রং-বেরঙের শিট/নোট, ১০ মিনিট পড়লেই চান্স, এসব হেডলাইনওয়ালা কিছু কেনার কোনো প্রয়োজন নেই৷
Discussion about this post