রওনক জাহান তিথি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A ইউনিট
( গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি – IT ) – এর মানবন্টন , বিস্তারিত তথ্য ও প্রস্তুতির দিকনির্দেশনা :
.
A ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ।
.
মানবণ্টন :
.
গণিত – ২২ , পদার্থবিজ্ঞান – ২২ , রসায়ন – ২২ , বাংলা – ৩ , ইংরেজি – ৩ , ICT – ৮
.
পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুণ করা হয়, এইচএসসি রেজাল্টকে ২.৫ দ্বারা গুণ করা হয় (চতুর্থ বিষয় সহ ) । অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
.
A ইউনিটে মোট ৮ টি বিষয় রয়েছেঃ
১. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ( CSE)
২. রসায়ন বিভাগ
৩. পদার্থবিজ্ঞান বিভাগ
৪. গণিত বিভাগ
৫. পরিসংখ্যান বিভাগ
৬. পরিবেশ বিজ্ঞান বিভাগ
৭. ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ
৮. ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ( IT)
.
.
প্রস্তুতির দিকনির্দেশনা :
.
মেইন বই খুব ভালোভাবে পড়ো।
রসায়ন – হাজারী স্যার + সাইন্স সামিট
পদার্থবিজ্ঞান- আমির ও ইসহাক স্যার + সাইন্স সামিট
গণিত – সাইন্স সামিট
.
.
মেইন বই ভালোভাবে পড়ার কোন বিকল্প নেই । ভার্সিটিতে চান্স পেতে গেলে বেসিক ক্লিয়ার করতে হবে।কারন খুব কম প্রশ্নই সরাসরি আসে। বেশীরভাগ প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। বেশী বেশী প্রাকটিস করো। একাধিক প্রশ্ন করা যাবে এমন টপিকগুলো বেশি ভালো করে পড়ো + ” সাইন্স সামিট ” পড়।
.
বাংলা ও ইংরেজীর জন্য ” ছায়ামঞ্চ শর্টকাট বাংলা + English ” বইটি ফলো করলেই হবে ।
.
ICT এর জন্য পড় ” ছায়ামঞ্চ ICT SUMMIT ” বইটি।
.
বিগত বছরের প্রশ্ন বুঝে বুঝে সলভ করো ” ছায়ামঞ্চ ” প্রশ্নব্যাংক থেকে । এতে , প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা পাবা ; কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ন সেটা বুঝতে পারবা । তাছাড়া , বিগত বছরের প্রশ্ন থেকে সাধারণত ২০% প্রশ্ন কমন পড়ে ।
.
আবেদনের ন্যূনতম যোগ্যতা :
.
A Unit (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইটি ) :
* বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৪.০০ পেতে হবে।
* মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে
* HSC তে গণিতে A- ( মাইনাস) গ্রেড
.
.
A Unit (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইটি ) এর বই সাজেশনঃ
.
১) ছায়ামঞ্চ জাবি A ইউনিট ভর্তি সহায়িকা ,
২) ছায়ামঞ্চ ICT SUMMIT
৩) সাইন্স সামিট
৪) ” ছায়ামঞ্চ শর্টকাট বাংলা + English “
.
আসন সংখ্যা :
.
ছাত্র +ছাত্রী = মোট আসন সংখ্যা।
.
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ :
A ইউনিট:
.
* কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং( CSE) : ২৫+২৫=৫০
* রসায়ন: ৩৫+৩৫=৭০
* পদার্থবিজ্ঞান: ৩৫+৩৫=৭০
* গণিত: ৪০+৩৫=৭৫
* পরিসংখ্যান: ৩৫+৩০=৬৫
* পরিবেশ বিজ্ঞান: ২০+২০=৪০
* ভূতাত্ত্বিক বিজ্ঞান: ২০+২০=৪০
★ IT : ২৮ + ২৮ = ৫৬
.
মোট আসন: ২৩৮ + ২২৮ = ৪৬৬ টি ।
.
অনেকেই জানতে চাও ভর্তি পরীক্ষায় কতো নাম্বার পেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে চান্স পাব ?
এই প্রশ্নের উত্তর দেয়া আসলেই কঠিন । কারন , এটা নির্ভর করে প্রশ্নের উপর । প্রশ্ন কঠিন হলে কম নাম্বার পেয়েও চান্স পেয়ে যেতে পারো । আর প্রশ্ন সহজ হলে বেশি নাম্বার পেতে হবে । তবে সর্বনিন্ম কতো পেয়ে চান্স পেয়েছে এবং সর্বোচ্চ নাম্বার কত ছিল তা নিচে লিখে দিলাম . এটা দেখে ধারনা করে নাও কত পেলে চান্স পেতে পারো .
.
A Unit ( গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ) :
.
Male : সর্বোচ্চ : ৮৯ , সর্বনিন্ম : ৭৪
Female : সর্বোচ্চ : ৮৫ , সর্বনিন্ম : ৬৮
.
[ Out of 100 অর্থাৎ জিপিএ স্কোর সহ ]
.
.
Discussion about this post