শিক্ষার আলো ডেস্ক
আর একদিন পরই শুরু হবে ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষা। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী শুক্রবার (৩ জুন) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ইউনিটের পরীক্ষা হবে। এরপর শনিবার অনুষ্ঠিত হবে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তাই এবার জেনে নেয়া যাক স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে-
বাংলা: পড়তে হবে মূল বই। গুরুত্ব দিতে হবে মূল বইয়ের প্রতিনিটি অধ্যায়। গদ্য, পদ্য বা রচনাগুলোর মূলভাব, উদ্ধৃতির অন্তর্নিহিত ভাব, ব্যাখ্যা, লেখক/ কবি পরিচিতি, পাঠ পরিচিতি ইত্যাদি অংশ গুরুত্ব সহকারে পর্যালোচনা করতে হবে। নোট সহকারে পড়তে হবে।
ইংরেজি: ইংরেজি ব্যাকরণ জানা থাকলে প্রশ্নের উত্তর দেয়া অনেক সহজ হয়ে যায়। এছাড়াও Right form of verbs, Tense, Article, Subject Verb-agreement, synonym- antonym, Narration, Changing Sentence, Spelling, Phrase & Idioms, Vocabulary ইত্যাদি কে গুরুত্ব দেয়া যেতে পারে।
লিখিত অংশের জন্য: Comprehension, Short paragraph, Story writing, Explanation (explain with the reference to the context), Rearranging, Translation, Punctuation, Gap filling with and without clues, Sentence Making, Changing and Transformation of sentences, বেশ গুরুত্বপূর্ণ।
মূলবই: ইংরেজির জন্যও মূলবই গুরুত্বপূর্ণ। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মূল বইয়ের কবিতা ও অধ্যায় থেকে প্রশ্ন হয়েছিলো। তাই মূলবইয়ের প্রতিটি অধ্যায় বুঝে পড়তে হবে।
সাধারণ জ্ঞান: দুটি অংশ থেকে প্রশ্ন আসে। একটি বাংলাদেশ, আরেকটি আন্তর্জাতিক বিষয়াবলি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয় গুরুত্বপূর্ণ। পাশাপাশি নদ-নদী, স্থাপনা, মানচিত্র, মুক্তিযুদ্ধ, বিখ্যাত বই ও লেখক, গুরুত্বপূর্ণ দিন ইত্যাদির ওপর জোর দেয়া যেতে পারে।
সাম্প্রতিক ঘটনাবলি: বাংলাদেশ ও বিশ্বজুড়ে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলির থেকে অনেক প্রশ্ন আসে। এজন্য এ বিষয়ে বিশেষ করে গুরুত্বারোপ করা জরুরি। প্রতিদিন খবরের কাগজ কিংবা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করে বিশেষ খবর গুলো নোট করে রাখা যেতে পারে।
সবশেষে:
‘খ’ ইউনিটে পরীক্ষা হবে ১০০ নম্বরে। এমসিকিউ ৬০ ও লিখিত পরীক্ষায় ৪০ নম্বর। সময় দেড় ঘণ্টা। এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট বরাদ্দ থাকবে।
এমসিকিউ অংশে মোট ৬০ প্রশ্নে থাকবে ৬০ নম্বর। প্রতিটি প্রশ্নের মান ১। সময় ৪৫ মিনিট। আর লিখিত পরীক্ষা ৪০ নম্বরে। সময় থাকবে ৪৫ মিনিট।
এমসিকিউ অংশে বাংলায় ১৫টি প্রশ্নের জন্য ১৫ নম্বর, ইংরেজিতে ১৫টি প্রশ্নের জন্য ১৫ নম্বর বরাদ্দ থাকবে। আর সাধারণ জ্ঞানের বাংলাদেশ ও আন্তর্জাতিক আলাদাভাবে ১৫টি করে মোট ৩০টি প্রশ্ন থাকবে৷ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। এসসিকিউ ৬০ নম্বরের পরীক্ষার প্রতিটি প্রশ্নের মান ১ এবং প্রতিটা ভুল উত্তরে জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
লিখিত অংশে ‘খ’ ইউনিটের বাংলা ও ইংরেজির উপর প্রশ্ন আসবে। তবে সাধারণ জ্ঞানের উপর কোনো লিখিত প্রশ্ন থাকবে না। বাংলা/ Elective English এ ২০ নম্বর ও ইংরেজিতে ২০ নম্বর থাকবে।
‘ঘ’ ইউনিটে বাংলা/ Elective English এ ১৫ নম্বর ইংরেজিতে ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞানে (বিশ্লেষণধর্মী) ১০ নম্বর থাকবে। লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট।
Discussion about this post