নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৩ আগস্ট) শেষ হয় দুপুর ১টায়। ২৯টি কেন্দ্রের মধ্যে ঢাকায় চারটি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ভর্তিচ্ছুরা।
জানা গেছে, ‘বি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ৭১৯টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৯৫ হাজার ৬৩৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
প্রশ্ন দেখুন এখানে-
Discussion about this post