শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তির পরীক্ষা শেষ হয়েছে৷ শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
দেখে নিন সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর অংশের সমাধান
১। সংসদের একটি অধিবেশন সমাপ্ত হওয়ার পর, সর্বোচ্চ মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।
উত্তর: ৬০ দিনের
২। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা
উত্তর: যশোর
৩। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত হলো (The
উত্তর: জনপ্রশাসন
৪। বাংলাদেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে
উত্তর: কর্ণফুলী
৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে সদ্য চালু হওয়া ট্রেনের নাম
উত্তর: মিতালী এক্সপ্রেস
৬। ধীরেন্দ্রনাথ দত্ত যে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট
উত্তর: ভাষা আন্দোলন
৭। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে ক্রিকেটার প্রথম ৫০০০ রান করেন
উত্তর: মুশফিকুর রহিম
৮। ‘অশনি’ একটি-এর নাম
উত্তর: ঘূর্ণিঝড়
৯। পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের করটি জোলাকে যুক্ত করেছে
উত্তর: ২১টি
১০। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমী অবস্থিত
উত্তর: যশোর
১১। বাংলাদেশ সরকার যে প্রকল্পের অধীনে গৃহহীন হাজার হাজার মানুষকে গুহ প্রদান করেছে
উত্তর: আশ্রয়ণ প্রকল্প
১২। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর হিসাবে বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার
উত্তর: ৭৪.৬৬%
১৩। স্বাধীনভাবে বসবাস যে ধরনের অধিকারের অন্তর্গত
উত্তর: সামাজিক
১৪। হামদের বাস মূলত যেসকল জেলার
উত্তর: ময়মনসিংহ ও নেত্রকোনা
১৫। কত সালে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে?
উত্তর: ২০২৩ সালে
১৬। নাগরিকের জাতীয় দায়িত্ব হলো
উত্তর: কর প্রদান
১৭। ‘জয় বাংলা’ হলো আমাদের
উত্তর: জাতীয় শ্লোগান
১৮। কোনটি বর্তমান বাংলা বছর
উত্তর: ১৪২৯
১৯। পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়
উত্তর: জাতীয় অর্থনৈতিক পরিষদ
২০। সরকার ধানের প্রতিষ্ঠান
উত্তর: রাজনৈতিক
২১। বাংলাদেশে প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায়?
উত্তর: জামদানি
২২। স্টপ জেনোসাইড তথ্যচিত্রের নির্মাতা
উত্তর: জহির রায়হান
২৩। _ হলো কোনো কম্পিউটার সিস্টেমে ব্যক্তি শনাক্তকরণ কৌশল
উত্তর: বায়োমেট্রিক্স
২৪। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ
উত্তর: ১০ জানুয়ারি, ১৯৭২
২৫। ২০২১ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম
উত্তর: আবদুল রাজাক গুরনা
Discussion about this post