নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ টায়।
রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
ভর্তি কমিটির দেয়া তথ্য মতে, এবার সাত কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি আসনে ভর্তির জন্য প্রায় ২৬ হাজার ৫০০টি আবেদন পড়েছে ৷
Discussion about this post