শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রথম হয়েছেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ছাত্র আয়মান বিন কামাল।
এর আগে শনিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। আর ফেল করেছেন ১৫ হাজার ৬৯ জন পরীক্ষার্থী।এই ইউনিটে এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছিলেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২৬ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু।
আয়মান বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষায়ও অংশ নিয়েছিলাম। সেখানে আমার ফলাফল আশানুরূপ নো হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ি। পরে আল্লাহর রহমতে হতাশা কাটিয়ে উঠে আবার প্রস্তুতি শুরু করি। তিনি ভর্তি পরীক্ষায় সাফল্যের জন্য পিতামাতা এবং তাঁর শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Discussion about this post