শিক্ষার আলো ডেস্ক
ঢাবি অধিভুক্ত ঢাকার সাত কলেজে আগামী ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে তাদের বিস্তারিত ফরম (এসআইএফ), কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।
যা যা প্রয়োজন এবং যেভাবে ফরম পূরণ করা যাবে-
প্রথমে ৭ কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে নিজের রোল, বোর্ড দিয়ে প্রবেশ করতে হবে। পরীক্ষার ফল অপশনের পাশে/নিচে ‘বিস্তারিত ফরম’ অপশনে ক্লিক করে পরের ধাপে যেতে হবে।
ধাপ ১: নতুন ফরম অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে।
ধাপ ২: নতুন ফরম থেকে যে পাসওয়ার্ড পাওয়া যাবে। সেটি দিয়ে ‘পূরণকৃত’ অপশনে ক্লিক করে ধাপে ধাপে বাকি ফরমগুলো পূরণ করতে হবে।
প্রথমেই শিক্ষার্থীদের বিস্তারিত তথ্যের ঘর পূরণ করতে হবে। ফরমে নিজের নাম, ধর্ম, মোবাইল নাম্বার, ইমেইল, জন্ম নিবন্ধন নাম্বার, বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঠিকমতো পূরণ করতে হবে। এরপর পরবর্তী ধাপ অপশনে ক্লিক করতে হবে।
এরপর পিতা-মাতার বিস্তারিত তথ্যের ঘর পূরণ করতে হবে। ফরমে পিতা-মাতার নাম, পেশা, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, মাসিক আয়, শিক্ষাগত যোগ্যতা ঠিকমতো পূরণ করতে হবে। এরপর পরবর্তী ধাপ অপশনে ক্লিক করতে হবে।
এরপর স্থানীয় অভিভাবকের তথ্য দিতে হবে। স্থানীয় অভিভাবক অবশ্যই ঢাকায় বসবাসরত কেউ থাকলে তারটা দেওয়া লাগবে। ঢাকায় বসবাসরত পিতা-মাতা থাকলে তাদেরটাও দিতে পারবে। ফরমে তার নাম, পেশা, মোবাইল নাম্বার, মাসিক আয়, সম্পর্ক, বর্তমান ঠিকানা পূরণ করতে হবে। এরপর পরবর্তী ধাপ অপশনে ক্লিক করতে হবে।
এরপর কলেজ ও বিষয় নির্বাচন অপশনে ক্লিক করতে হবে। এখানে নিজের পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে হবে। চয়েস দেওয়া শেষ হলে ‘নিশ্চিত করুন’ অপশনে ক্লিক করতে হবে।
‘নিশ্চিত করুন’ অপশনে ক্লিক করার পর, যা যা তথ্য পূরণ করা হয়েছে তা বিস্তারিত চলে আসবে। সব তথ্য ঠিক আছে কিনা তা ভালো করে চেক করে নিতে হবে।
এরপর নিচে চলে যেতে হবে। আমি নিশ্চিত করছি যে ওপরের প্রদর্শিত তথ্যা ও বিষয়ের পছন্দক্রম সঠিক, এই অপশনে টিক চিহ্ন দিতে হবে। এরপর নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে।
বিস্তারিত ফরমে যা যা তথ্য দিয়ে ফরম পূরণ এবং বিষয় চয়েস দিয়েছেন তা পিডিএফ আকারে চলে আসবে। এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রাখতে হবে।
এভাবে সাত কলেজের বিষয় নির্বাচনের ফরম পূরণ করা যাবে।
Discussion about this post