শিক্ষার আলো ডেস্ক
মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর লেভেলে স্কলারশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।আজ রবিবার ( ১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হয়। এরপর ওই আবেদন ফর্মসহ প্রয়োজনীয় ডকুমেন্টস মন্ত্রণালয়ে জমা দিতে হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে যাচাই-বাচাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরীয় দূতাবাসে এসব আবেদন পাঠানো হয়।
উক্ত তালিকায় পোস্ট গ্রাজুয়েশন (স্নাতকোত্তর) এ ২ জন এবং আন্ডার গ্রাজুয়েটশন (স্নাতক) এ ১০ জন সহ মোট ১২ জনকে চূড়ান্ত পর্যায়ে নেয়া হয়েছে এবং এডিশনাল বা ওয়েটিং লিস্টে আরো ৬ জনকে রাখা হয়েছে।
মনোনীতদের তালিকা দেখুন-
Discussion about this post