নিজস্ব প্রতিবেদক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে আবেদন করেছেন ৩০ হাজারের বেশি শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাবিপ্রবিতে মোট আবেদন পড়েছে ৩০ হাজার ১২৬ জন। এদের মধ্যে টাকা পরিশোধ করেছেন ২৭ হাজার জন। কোটায় আবেদন করেছেন ১ হাজার ৩৩৭ জন, পোষ্য কোটায় ৫৫ জন, আদিবাসি / উপজাতি কোটায় ২০৮ জন, বিকেএসপি কোটায় ১৬ জন, প্রতিবন্ধী কোটায় ১৫৮ জন।
উল্লেখ্য, প্রাথমিক আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো টাকা পরিশোধ করেনি তারা আজ শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা পরিশোধ করতে পারবেন। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর আর কাউকে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হবে না।
Discussion about this post