নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিতে) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ২৮ হাজার ৪৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০২১-২২ শিক্ষাবর্ষে বশেমুরবিপ্রবিতে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হচ্ছে। যার মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রমতে জানা যায়, এ ইউনিটে ১৮ হাজার ১০৮ জন, বি ইউনিটে ৭ হাজার ২১২ জন এবং সি ইউনিটে ২ হাজার ৭২৬ জন আবেদন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৫০৫ টি।
Discussion about this post