নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ করেছেন ২৭ অক্টেবর। এখন অপেক্ষায় মেরিট লিস্টের। আগামী ৭ নভেম্বর প্রকাশ হতে পারে প্রথম মেরিট লিস্ট। এ ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ে কতজন আবেদন করেছেন, আলাদা আলাদাভাবে তা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোট আবেদন পড়েছে এক লাখ ৬০ হাজারের বেশি। প্রকাশিত তথ্য অনুযায়ী,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ( জবি ) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ৪৩ হাজার ৪২৭ জন আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ১৫৫টি। এর বিপরীতে আবেদন করেছে ২৪ হাজার ৮৪৯জন। ‘বি’ ইউনিটে ৮৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৮৯ জন। আর ‘সি’ ইউনিটে ৬১০টির বিপরীতে আবেদন করেছেন ছয় হাজার ২৪০ জন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৩১৩ জন। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ২৬ হাজার ৬৫০ জন। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১৯ হাজার ৯০৪ জন, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে চার হাজার ৭৪৩ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন দুই হাজার তিনজন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ( খুবি ) ভর্তিতে এবার আসন বিবেচনায় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে । এ বিশ্ববিদ্যালয়ে ১১০৯টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৫৩ হাজার ৪৯টি। জানা যায়, ইউনিট ভিত্তিতে এ ইউনিটে (স্থাপত্যসহ) আবেদন পড়েছে ১৭১২৫টি, বি ইউনিটে (ফাইন আর্টসসহ) আবেদন পড়েছে ২০৯৮১টি, সি ইউনিটে আবেদন পড়েছে ১৪৯৪৩টি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি ) ৩ টি ইউনিটে ১০৪০ টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩২ হাজার ৮৭ টি। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর প্রদত্ত তথ্য অনুযায়ী ‘এ’ ইউনিটে -বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মোট ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৮ হাজার ৬৩২টি। সে হিসেবে প্রতিটি সিটের বিপরীতে গড়ে ৫৩ জন শিক্ষার্থী লড়ছে। বি-ইউনিটের অধীনে- কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের মোট ৮ টি বিষয়ের ৪৫০ টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়ছে ১৭ জন করে। অর্থাৎ মোট আবেদন পড়েছে ৭ হাজার ৯০৭ টি। ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটে মোট ৫ হাজার ৫৪৮ টি আবেদন পড়েছে। চারটি বিষয়ের মোট ২৪০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ২২০ টি। সে হিসেবে সি-ইউনিটে প্রতি আসনের জন্য লড়ছে ২৩ জন করে শিক্ষার্থী।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি আবেদন জমা পড়েছে ৪২ হাজার ৪২৯ টি। আইসিটি সেল সূত্রে জানা যায়, এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩ টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও ‘সি’ ইউনিট ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে।
‘এ’ ইউনিটে ১০ হাজার ১৭৬ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ১৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে মোট এক হাজার ৮০টি আসনে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০টি, ‘বি’ ইউনিটে ৭০০টি এবং ‘সি’ ইউনিটে ২২০টি আসন রয়েছে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আবেদন করেছেন ৩০ হাজার ১২৬ জন। এর মধ্যে টাকা পরিশোধ করেছেন ২৭ হাজার জন। কোটায় আবেদন করেছেন ১ হাজার ৩৩৭ জন। পোষ্য কোটায় ৫৫ জন, আদিবাসি/উপজাতি কোটায় ২০৮ জন, বিকেএসপি কোটায় ১৬ জন ও প্রতিবন্ধী কোটায় ১৫৮ জন।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তির জন্য ২৮ হাজার ৪৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। বিজ্ঞান, প্রকৌশল ও জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এ ইউনিটে ১৮ হাজার ১০৮ জন, বি ইউনিটে সাত হাজার ২১২ জন এবং সি ইউনিটে দুই হাজার ৭২৬ জন আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা এক হাজার ৫০৫টি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পবিপ্রবি) ৩৫০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ১০ হাজার ৬৭০টি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি ) ১ হাজার ৩৯৪টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৩১ হাজার।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( যবিপ্রবি ) ৯ শতাধিক আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ২৬ হাজার।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি ) ১ হাজার ৪৯০ আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ২৯ হাজার ৩১৬টি।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৩ হাজারের বেশি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৫০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ১০ হাজার ৬৭০টি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পাবিপ্রবি ) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ২৩ হাজারের বেশি শিক্ষার্থী। সূত্র আরও জানায় ,এবার সবমিলিয়ে আবেদন করেছে ২৩ হাজার ৪১১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ১৬ হাজার ৫৪১ জন। মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৫ হাজার ৪৬ জন। আর ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৮৩৪ জন। এছাড়া আর্কিটেকচার অনুষদে আবেদন করেছেন ৪৮১ জন।
Discussion about this post